Site icon Halka Tech

GOOGLE RENAMES BARD TO GEMINI! KNOW HERE.

gemini

Google launch করলো তাদের GEMINI AI এর advanced version, Bard এর ও নাম পরিবর্তন করা হলো :-

দীর্ঘ প্রতীক্ষার পর আমরা Google তাদের AI Gemini এর Advance version launch করলো । অনেক reports এবং rumours এর পর আমরা অবশেষে এর launch দেখতে পেলাম।

What is Gemini?

যারা জানেন না তাদের জন্য বলে রাখি, Google এর Gemini হলো একটি AI multimodal chatbot যেটি গত বছর Google আমাদের কাছে introduce করেছিল। এটি images, code , text এবং অন্য অনেক কিছুর সাথে interact করতে পারে, অনেকটা OpenAI এর ChatGPT এবং Microsoft এর Copilot এর মত। Google Gemini সাংস্কৃতিক সূক্ষ্মতা সহ ভাষা অনুবাদ করতে পারে, বা text description ব্যবহার করে অনুপ্রাণিত সঙ্গীত produce করতে পারে। সেটি অবশেষে user দের কাছে daily use এর জন্য available হয়েছে। Google এর নতুন এই Gemini AI সম্পূর্ণরূপে Google এর Bard Chatbot কে replace করে দিয়েছে ।

Can we use Gemini?

Gemini পুরোপুরি সবার জন্য free না হলেও এর access করার option গুলো খুবই আকর্ষণীয়। Google একটি Premium Subscription plan ও এনেছে যা আমাদের Gemini এর সবচেয়ে Advanced Version ব্যবহার করতে দেবে। Google Gemini এর ultra version টি Gemini Advanced নামে সংস্করণ হবে।

Gemini এর free version, যেটি Gemini Pro এর ওপর base করে বানানো এবং Gemini Advanced, এই দুটোই আমরা website এ পেয়ে যাবো এবং তার সাথে সাথে Android App এও পেয়ে যাবো। কিন্তু iOS এর জন্য এটির কোনো App নেই, iOS user দের website থেকেই এই AI ব্যবহার করতে হবে। Google Advanced এর monthly subscription এর price হলো  ₹1950/মাস । যদিও Google একটি promotional offer run করছে যেখানে User রা Google Gemini Advance বিনামূল্যে ব্যবহার করতে পারবে 2 মাসের জন্য।

Benefits of Premium Plan:-

Gemini এর এই Advanced version এর সাথে আমরা Google One AI এর premium plan এর facility ও পেয়ে যাবো। অর্থাৎ যারা Google Gemini এর Advanced version এ subscribe করবে তারা Google One এর সব benefits এবং 2TB এর cloud storage space ও পাওয়া যাবে। এর সাথে সাথে আমরা Google এর new AI editing tool এর ও access পাবো তার সাথে সাথে Google এটাও promise করেছে যে, তাদের Gmail, Docs এবং আরো অন্যান্য App এও tader Gemini Advanced include করবে তাদের premium user দের জন্য।

Google Gemini Mobile App :-

Google এর এই AI এর মোবাইল অ্যাপ সম্ভবত এমন জায়গা হতে পারে যেখানে বেশিরভাগ লোকেরা নতুন Gemini এর ব্যবহার করবে । আমরা যদি Android এ নতুন App টি download করি , তাহলে এটি আমাদের phone এর default assistant হিসেবে Gemini কে set করার option দেবে, এর অর্থ হলো Gemini, Google Assistant কে ভবিষ্যতে replace করে দিতে পারে এবং আমরা যখন “Hey Google” বা Home button long press করে রাখবো, তখন Google Assistant এর বদলে Google Gemini response করবে আমাদের। অবশ্য এখন অবধি Google সেরকম কোনো ইঙ্গিত দেয়নি যে তারা তাদের Google Assistant কে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলবে। অনেকদিন ধরেই Google তাদের Assistant কে সেরকম গুরুত্ব দিচ্ছে না এবং তাদের মতে Google Gemini ই হলো tech জগতের ভবিষ্যত।

 

এরকম আরো AI সংক্রান্ত খবর জানার জন্য আমাদের website কে follow করতে থাকুন এবং আমাদের Youtube channel Halka Tech কে subscribe করে রাখুন।

Exit mobile version