iQOO NEO 9 PRO LAUNCHED IN INDIA TODAY- KNOW EVERYTHING!

iqoo neo 9 pro

iQOO NEO 9 PRO এর Specifications থেকে শুরু করে, এর দাম সব জেনে নিন:-

iQOO Launch করলো তাদের NEO series এর latest model iQOO NEO 9 PRO। অনেকদিন ধরেই tech জগতে এই ফোনের launch নিয়ে অনেক কথা চলছিল, প্রধানত সবাই এর অপেক্ষাতেই ছিল যে এই ফোনের দাম কত রাখবে iQOO। সব প্রশ্নের জবাব এর সাথে সাথে আজ launch হয়ে গেলো iQOO NEO 9 PRO।

এই ফোনের দাম কত সেটাতো বলা হবেই কিন্তু তার আগে জানা যাক এই ফোনে আমরা কি কি features পেতে পারি।

iQOO NEO 9 PRO SPECIFICATIONS:-

DESIGN : iQOO NEO 9 PRO তে আমরা একটি আকর্ষণীয় design দেখতে পাই। এই device এ dual tone look সহ একটি leather finish পেয়ে যাবো। Red colour এর model টি খুবই pleasing-to-eyes লাগে এবং in hand অনুভূতি তাও খুবই দুর্দান্ত। এই ফোনের leather finish ও একটি ভালো grip offer করে ফোনটিতে, এর ফলে আমাদের mobile case ব্যবহার করতে হবেনা অতিরিক্ত সুরক্ষার জন্য। ফোনের পিছনে আমরা দুটো বড় camera module দেখতে পাই।

 

এতে আমরা IP54 এর dust এবং water resistant পেয়ে যাবো। এই ফোনের দুরকম colour এর দুরকম thickness এবং weight আছে। Red colour এর variant টির thickness হলো 8.34 mm এবং weight হলো 190 গ্রাম। অন্যদিকে black colour টির thickness হলো 7.99 mm এবং weight হলো 196 গ্রাম।

DISPLAY: iQOO NEO 9 PRO তে আমরা একটি 6.78 ইঞ্চির LTPO OLED display পেয়ে যাবো। এটি 1.5k পর্যন্ত resolution support করে এবং 120hz পর্যন্ত refresh rate ও support করে। এই display এর peak brightness হলো 3000 nits। এছাড়া game খেলার সময় frame interpollation ‘on’ করলে আমরা কিছু কিছু game এ 144hz পর্যন্ত refresh rate পেয়ে যাবো। আমরা display তে wet touch technology পেয়ে যাবো না আমাদের ভিজে হাতেও phone ব্যবহার করতে দেবে।

 

BATTERY AND SOFTWARE: এই ফোনে আমরা 5610 mah এর battery পেয়ে যাবো, যা 120W পর্যন্ত ultrafast charging support করে। এছাড়া 65W এর PD charging এর support ও পেয়ে যাবো। iQOO অবশ্যই তাদের ফোনের box এ 120W এর charger দেবে কারণ তারা এখনো এরকম করেনি যে তাদের ফোনের box এ charger ছিলনা।

এর সাথে সাথে আমরা এই ফোনে Funtouch OS 14 পেয়ে যাবো না হলো based on Android 14। এই ফোনে আমরা 3 বছরের major OS updates পাবো এবং 4 বছরের security updates পেয়ে যাবো।

CAMERA: এই ফোনে আমরা backside এ দুটো camera পেয়ে যাবো। যার মধ্যে একটি হলো 50MP এর main camera যাতে আমরা Sony এর IMX920 lens দেখতে পাবো। এই camera টি OIS supported। এর সাথে সাথে আমরা একটি 8MP এর ultrawide camera ও পেয়ে যাবো।

Front camera এর কথা বললে আমরা এর front এ একটি 16MP এর camera পেয়ে যাবো, যাতে SAMSUNG এর lens আছে।

 

PERFORMANCE : iQOO এর phone আর performance ভালো হবেনা এটা হতেই পারেনা। এই ফোনেও কোনো ব্যতিক্রম নেই, এই ফোনে আমরা Qualcomm Snapdragon 8 Gen 2 পেয়ে যাবো, যা হলো Qualcomm এর একটি flagship chipset। এর সাথে সাথে আমরা Adreno 740 GPU ও পেয়ে যাবো।

Gaming এর experinece অনেক ভালো করার জন্য এতে আমরা Gaming mode পেয়ে যাবো, যেখানে আমরা voice changer, esports mode, Frame interpolation এসব পেয়ে যাবো।

এছাড়া ফোন এর performance ভালো করার জন্য আমরা iQOO এর দ্বারা তৈরী করা super-computing Q1 chip পেয়ে যাবো। এছাড়া এতে আমরা UFS 4.0 এর internal storage এবং LPDDR5x এর RAM support ও পেয়ে যাবো।

 

PRICE:-

iQOO NEO 9 PRO এর 8GB/128GB variant এর দাম হলো ₹35,999, 8GB/256GB variant এর দাম হলো ₹37,999 এবং 12GB/256GB variant এর দাম হলো ₹39,999 ।

 

এরকম আরো ফোন সমন্ধে জানতে হলে আমাদের website কে follow করুন এবং আমাদের channel Halka Tech কে subscribe করে রাখুন।