PS5 SLIM – EVERTHING YOU SHOULD KNOW

PS5 SLIM

PS5 SLIM – জেনে নিন সবকিছু SONY এর এই নতুন Console এর ব্যাপারে :-

PlayStation 5 launch হওয়ার 3 বছর পর Sony introduce করলো তাদের PS5 এর slimmer এবং smaller version, basically এই version কে সবাই PS5 slim নামে জানলেও এটা বিক্রি হবে পুরোনো main model অর্থাৎ PS5 নামেই । Sony তাদের blog post করে আগের মাসেই জানিয়ে দিয়েছিল যে এই new model টাই এরপর পাওয়া যাবে মার্কেটে যেই না একবার পুরোনো model এর stock শেষ হয়ে যাবে ।

 

PS5 SLIM vs PS5 :-

PS5 এর main model এর মতন PS5 Slim এও আমরা দুটো version দেখতে পারবো একটা digital version এবং আরেকটা Disc version । দুটো version ই এখন 1TB storage এর সাথে পাবো আমরা আগের 825GB এর বদলে । এটাই একটা internal change যেটা আমরা দেখতে পারবো PS5 Slim এ , কোনো component বা extra feature এর আশা করবেন না যেটায় performance improvement হতে পারে ।

সবচেয়ে বড় পার্থক্য PS5 slim আর PS5 এর হলো যে slim version এ আমরা disc drive add আর remove করতে পারবো। PS5 slim এর একটা cover plate ওপরে তুললে আমরা disc drive ব্যবহার করতে পারার place টা পেয়ে যাবো । এই feature টা দেওয়ার প্রধান কারণ হলো বেশিরভাগ gamer রাই PS5 এর lower edition অর্থাৎ Digital Edition কিনতো, কিন্তু এতে digital game গুলো খেলা গেলেও তারা disc drive এর game গুলো খেলতে পারতো না plus Sony এর ও Disc drive edition টা অত sell হতোনা। এবার gamer রা চাইলেই digitial edition এ disc drive add করতে পারবে যার দাম হলো $80 ।

Attaching or Detaching the Drive

Original যে disc drive model আছে তার height ছিল 15.4 ইঞ্চি, 10.2 ইঞ্চি deep ছিল এবং 4.1 ইঞ্চি চওড়া ছিল। কিন্তু নতুন Slim version এ এর height হলো 14.1 ইঞ্চি, 8.5 ইঞ্চি deep এবং 3.8 ইঞ্চি চওড়া । আগের model এর ওজন ছিল 10 পাউন্ড যা এই model এ কমে হয়েছে মাত্র 7 পাউন্ড এর থেকে একটু বেশি । যে হয়তো gamer plus travel করতেও পছন্দ করে সে চাইলেই এই PS5 slim version কে নিয়ে travel করতে পারে ।

Original PS5 এ আমরা stand পেতাম যেটার ওপর আমরা PS5 কে নয় vertical নয় horizontal ভাবে রাখতে পারতাম । কিন্তু PS5 slim এর সাথে SONY দুটো প্লাস্টিক এর stand দিয়েছে যার সাহায্যে আমরা Console টাকে শুধু horizontally ই রাখতে পারবো । এইগুলো খুব সহজ ভাবেই লাগানো যায়, আর যদি কেউ চায় কি PS5 স্লিম কে vertically রাখবে তাহলে তাকে $30 দিয়ে এই vertical stand কিনতে হবে ।

Horizontal Stand

Console এর সামনের side তাও SONY একটু বদলেছে । এবারে দুটো USB C port দেখতে পারবো যেখানে আগে একটা USB C আর একটা USB A port ছিল । আর disc eject করার button টাও ড্রাইভ এর ওখানে চলে গেছে কারণ এই drive গুলো SONY আলাদা বিক্রি করছে market এ । Back side এর port গুলো same হলেও এখন এইগুলো আলাদা order এ বসানো আছে ।

SONY PS5 এর জন্য ভিন্ন colour এ cover plate বিক্রি করে, যেগুলো অবশ্যই নতুন PS5 slim এ ফিট হবে না । তাই SONY বলেছে যে early 2024 এ তারা এই নতুন cover plate গুলো বিক্রি করা শুরু করবে ।

Vertical Stand

PS5 SLIM PRICE AND LAUNCH DATE:-

PS5 এর Price এর কথা বললে 3 বছর আগে main মডেল এর Digital version launch করেছিল $400 দামে এবং Disc Version launch করেছিল $500 দামে । বছর পর বছর PS5 এর দাম অনেক দেশেই বেড়েছে কিন্তু US pricing এ এর কোনো বদল হয়নি । PS5 slim এর Digital edition এর দাম হলো $450 আর Disc edition এর দাম হলো $500, যার সাথে আমরা Call of Duty® Modern Warfare® III Bundle অথবা Spiderman 2 Bundle পাবো ফ্রীতে ।

আপনারা যদি ভাবছেন যে PS5 এর disc version টি কিনবেন তাহলে আমার মতে Slim model টা বেশি ভালো হবে , কারণ এতে extra storage পাবেন যেহেতু আগের PS5 এ 825GB built in storage ছিল কিন্তু PS5 slim এ আপনারা 1TB এর storage পেয়ে যাবেন, এছাড়া এই নতুন console টি আপনার shelf এ একটু কম জায়গা নেবে । কিন্তু এটা মাথায় রাখবেন যদি আপনি আপনার console কে vertically রাখতে চান তাহলে $30 extra দিয়ে vertical স্ট্যান্ড কিনতে হবে ।

অন্যদিকে Digital Edition কেনার কথা হয়তো আমি নাই করবো কারণ PS5 slim এর Digital Version এর দাম $50 বেশি আগের original version থেকে। এবং তার ওপর যদি আপনি disc drive কিনতে চান তাহলে সেটার জন্য ও আপনার extra $80 লাগবে । যার মানে এটার total দাম Disc version থেকে এমনিই বেশি হয়ে যাচ্ছে ।

                                     PS5 VS PS5 SLIM IN SIZE

এবার যাদের already PS5 আছে তাদের আমি বলবো যে এই Slim version না কিনে অপেক্ষা করতে এবং আশা করুন যে SONY PS5 এর Pro version যাতে ভবিষ্যতে launch করে।

India তে কবে এই PS5 slim launch হবে সেই নিয়ে কোনো official announcement SONY না দিলেও এটা অনুমান করা হচ্ছে যে December January নাগাদ PS5 slim India তে আমরা দেখতে পারবো । এরকম আরও Tech product এর সমন্ধে জানতে আমাদের website কে follow করতে থাকুন এবং আমাদের channel Halka Tech কে subscribe করে রাখুন ।